Advertisement

Bengal Migrant Workers Death: গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বেঙ্গালুরুতে নিহত মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের মৃত। অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। জানা যায়, মৃত চার পরিযায়ী শ্রমিক হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 2:38 PM IST

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের মৃত। অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। জানা যায়, মৃত চার পরিযায়ী শ্রমিক হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা।

মৃতদের মধ্যে আছেন জাহিদ আলি (৩৫), বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) ও জিয়াবুর শেখ (৩৫)। প্রথমে জাহিদের মৃত্যু হয়। এর পরে সাফিজুল ও  মিনারুলের মৃত্যু হয়। শেষে মৃত্যু হয় জিয়াবুরের।

কীভাবে মৃত্যু?
দুর্ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে। সেখানকার বিডাডি এলাকায় সিলিন্ডার ধরাতে গেলে সিলিন্ডার ব্লাস্ট করে। মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক আগুনে পুড়ে দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর চার জনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘরে সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বলে অনুমান। রাতে কোনও একজন উঠেছিলেন। বিড়ি জ্বালানোর জন্য লাইটার ধরালে দাউদাউ করে আগুন ধরে যায়। বেঙ্গালুরু হাসপাতালে ময়নাতদন্তের পরে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Read more!
Advertisement
Advertisement