Advertisement

Weekly Weather Update: নিম্নচাপে উধাও হবে শীতের আমেজ, নতুন সপ্তাহে বাংলার কোন কোন জেলায় বৃষ্টি?

রাজ্যজুড়ে এখন উৎসবের মরশুম। কালীপুজোয় ভালোয়-ভালোয় কেটে গিয়েছে। শীতের আমেজ বজায় ছিল, সেইসঙ্গে কোথাও বৃষ্টিও হয়নি। আবহাওয়া শুষ্কই ছিল। হাওয়া অফিস বলছে ভাইফোঁটা পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে । তবে তারপরেই আবহাওয়ার বদল ঘটতে পারে বাংলায়। সৌজন্যে নিম্নচাপ। তার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলুন জানা যাক নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Weekly Weather Update
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2023,
  • अपडेटेड 7:01 AM IST

রাজ্যজুড়ে এখন উৎসবের মরশুম। কালীপুজোয় ভালোয়-ভালোয় কেটে গিয়েছে। শীতের আমেজ বজায় ছিল, সেইসঙ্গে কোথাও বৃষ্টিও হয়নি। আবহাওয়া শুষ্কই ছিল। হাওয়া অফিস বলছে ভাইফোঁটা পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে । তবে তারপরেই আবহাওয়ার বদল ঘটতে পারে বাংলায়। সৌজন্যে নিম্নচাপ। তার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলুন জানা যাক নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে
একটু একটু করে ঠান্ডার আমেজ বাড়ছে রাজ্যের শহর থেকে জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এরই মধ্যে দানা বাঁধছে নিম্নচাপ। রৌদ্রজ্জ্বল আকাশে দীপাবলি পালিত হলেও ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ তার জেরে নতুন  সপ্তাহে বৃষ্টি হতে পারে ৷ হাওয়া অফিস বলছে, নয়া সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে নয়া সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কালীপুজো এবং ভাইফোঁটা ঠিকঠাক কেটে গেলেও তারপর থেকে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে। অর্থাৎ আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ১৬ নভেম্বর সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মোটের উপর মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে।

কোন কোন জেলায় বৃষ্টি?
মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ১৬ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই নিম্নচাপের জেরে আগামী বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার রাজ্যের দুটি জেলা- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। ১৭ তারিখ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব পড়বে না ৷ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷

Advertisement

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।  বৃষ্টি হবে না। তবে নিম্নচাপ ঘণীভূত হলে সপ্তাহের মাঝামাঝি থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
 আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। ভাইফোঁটার পর থেকে রাজ্যে মেঘ ঢুকবে। যার ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার উত্তরে ঠান্ডা হওয়ার প্রবেশ কমবে ৷ ফলে ঠান্ডা কিছুটা কম থাকবে ৷ শীতের মসৃণ প্রবেশে বড় বাধা পশ্চিমী ঝঞ্ঝা ৷ ফলে মনোরম আবহাওয়ায় এখন যে স্বস্তি পাওয়া যাচ্ছে, তা সপ্তাহ শেষে থমকে যেতে পারে ৷

ভাইফোঁটা পর্যন্ত রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস?
উত্তরবঙ্গে  আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ রয়েছে। আপাতত এই পরিস্থিতিই বহাল থাকবে আগামী কয়েকদিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement