Advertisement

West Bengal BJP: মহিলা মোর্চায় লকেটেই ভরসা BJP-র, যুব থেকে সংখ্যালঘু, মোর্চার দায়িত্বে বড় বদল

দলীয় নেতৃত্বের মতে, এই নতুন দায়িত্ব বণ্টনের ফলে রাজ্যের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিজেপির সাংগঠনিক বিস্তার আরও বাড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের মুখে সংগঠন ঢেলে সাজিয়ে মাঠে নামার প্রস্তুতি স্পষ্ট করে দিল রাজ্য বিজেপি।

বিজেপির মোর্চায় রদবদল।-ফাইল ছবিবিজেপির মোর্চায় রদবদল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 12:22 PM IST
  • চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন।
  • তার আগেই সংগঠনকে আরও শক্তপোক্ত করতে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য বিজেপি।

চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই সংগঠনকে আরও শক্তপোক্ত করতে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য বিজেপি। রাজ্য কমিটির নাম ঘোষণার পর এ বার দলের বিভিন্ন মোর্চায় নতুন ইনচার্জ নিয়োগ করে সংগঠন ঢেলে সাজানোর বার্তা দিল গেরুয়া শিবির। মঙ্গলবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাতটি সাংগঠনিক মোর্চার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। 

বিজেপি নেতৃত্বের দাবি, যুব, মহিলা, কৃষক থেকে শুরু করে অনগ্রসর, তফসিলি জাতি-উপজাতি ও সংখ্যালঘু, প্রতিটি সামাজিক স্তরে অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠন আরও মজবুত করাই এই রদবদলের মূল উদ্দেশ্য। ভোটের ময়দানে নামার আগে দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কর্মীদের আরও সক্রিয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে সৌমিত্র খানকে। মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কৃষকদের সংগঠনকে চাঙ্গা করতে কিষাণ মোর্চার ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন বাপি গোস্বামী। ওবিসি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে অজিত দাসকে। তফসিলি জাতি মোর্চার ইনচার্জ হিসেবে জ্যোতির্ময় সিং মাহাত এবং তফসিলি উপজাতি মোর্চার ইনচার্জ হিসেবে খুদিরাম টুডুকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘু মোর্চার ইনচার্জ হয়েছেন অমিতাভ রায়।

দলীয় নেতৃত্বের মতে, এই নতুন দায়িত্ব বণ্টনের ফলে রাজ্যের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিজেপির সাংগঠনিক বিস্তার আরও বাড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের মুখে সংগঠন ঢেলে সাজিয়ে মাঠে নামার প্রস্তুতি স্পষ্ট করে দিল রাজ্য বিজেপি।

 

Read more!
Advertisement
Advertisement