গরুপাচার রুখতে গিয়ে প্রাণ গেল বিএসএফ ইন্সপেক্টরের। মৃত অফিসারের নাম কপিল দেব সিং (৫৯)। ৪ অক্টোবর মাঝরাতে বিএসএফের আগ্রা সীমান্ত ফাঁড়ির কাছে একটি অভিযানের সময় তিনি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন যে, বিএসএফের একটি দল বাংলাদেশে আসা গরু পাচারকারীদের ওপর নজর রাখছিল। পাচারকারীরা নদীর ওপারে মোষ পাচার করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে, বিএসএফ তাঁদের পাম্প-অ্যাকশন বন্দুক থেকে তিনটি অ-প্রাণঘাতী গুলি ছোড়ে। পাচারকারীরা পাল্টা গুলি চালায়।
গরু পাচারকারীরা ধারালো অস্ত্র যেমন গদা এবং লাঠি নিয়ে তৈরি ছিল। তারা হঠাৎ এগিয়ে এসে জওয়ানদের ওপর আক্রমণ করে। সংঘর্ষের সময় ইন্সপেক্টর কপিল দেব সিং এবং তাঁর সহকর্মীরা চোরাকারবারীদের তাড়া করতে করতে একটি জলাভূমি এবং জলাবদ্ধ এলাকায় পৌঁছান। সেখানে তাঁরা পিছলে মাটিতে পড়ে যান। তাঁর দলের জওয়ানরা তাঁদের উদ্ধার করে।
তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে রিপোর্ট এখনও অপেক্ষা করছে। প্রাথমিক পরীক্ষায় কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
বিএসএফ পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য একটি কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দিয়েছে। অভিযানের সময় মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়েছিল কিনা এবং জলাভূমিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই অঞ্চলে অপরাধীদের বিরুদ্ধে প্রথমে অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নীতি বিএসএফকে ঝুঁকির মুখে ফেলেছে।