Advertisement

মানিকতলায় কল্যাণ, বাকি ৩ বিধানসভায় কারা? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র

৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আজ, সোমবার বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিল। শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে এনিয়ে আলোচনায় একাধিক নাম উঠে এসেছিল। তারপর তা চূড়ান্ত হয়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jun 2024,
  • अपडेटेड 2:25 PM IST
  • ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।
  • তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আজ, সোমবার বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিল। শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে এনিয়ে আলোচনায় একাধিক নাম উঠে এসেছিল। তারপর তা চূড়ান্ত হয়।

বাগদা আসনে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। এই অবস্থায় সেখানে বিজেপি ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করবে কি না তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল সেখানে বিজেপির তালিকায় আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তবে সেখানে আলোচনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছিল। কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে। 

মানিকতলা থেকে তৃণমূলের হয়ে লড়বেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে লড়বেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী। বিজেপি মানিকতলায় প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে। রায়গঞ্জে মানস কুমার ঘোষকে প্রার্থী করা হয়েছে। এবং রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।

কল্যাণ চৌবে আগেও বিধানসভায় লড়েছিলেন। তাঁর মামলার জন্যই এতদিন মানিকতলায় উপনির্বাচন আটকে ছিল।  লোকসভা ভোটের মতো কারও পছন্দের প্রার্থী নয়, দলের পুরনো কর্মী, সংগঠনের কাজে সক্রিয় এবং গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরই উপনির্বাচনের প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হোক। এমনই দাবি উঠেছিল বৈঠকে। লোকসভা ভোটে ৩৪ জন প্রার্থীই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পছন্দের। তাদের প্রায় সকলেই হেরেছেন। এবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্য নেতৃত্ব ও জেলার নেতাদের সর্বসম্মতিতে প্রার্থী বাছাই করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement