Advertisement

Mamata Banerjee: 'জঙ্গি যেন শেল্টার নিতে না পারে', চোখ-কান খোলা রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাইরে থেকে কোনও জঙ্গি এসে বাংলায় যাতে আশ্রয় না নিতে পারে, সে ব্যাপারে পুলিশ-প্রশাসনকে চোখ-কান খোলা রাখতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। পুলিশকে বলব বি অ্যালার্ট।বাইরে থেকে এসে জঙ্গি যেন শেল্টার নিতে না পারে।'

মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 21 May 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • পুলিশ-প্রশাসনকে চোখ-কান খোলা রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
  • মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে।'
  • মমতা: পুলিশকে বলব বি অ্যালার্ট

বাইরে থেকে কোনও জঙ্গি এসে বাংলায় যাতে আশ্রয় না নিতে পারে, সে ব্যাপারে পুলিশ-প্রশাসনকে চোখ-কান খোলা রাখতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। পুলিশকে বলব বি অ্যালার্ট।বাইরে থেকে এসে জঙ্গি যেন শেল্টার নিতে না পারে।'

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 'অসম, এখান-সেখান থেকে লোক ঢুকছে। প্যান, আধার কার্ড নম্বর ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। বাইরে থেকে এসে জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। মানুষকে মিথ্যে বলে সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অথোরাইজড কাউকে ছাড়া কেউ কাউকে কোনও ডিটেল দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রাম, মালদা, কোচবিহারে ধরা পড়েছে, অনেক জায়গায়।'

মমতার কথায়, 'আধুনিকতার যুগে মানুষ যত এগিয়ে চলেছে ততই ক্ষতিকর শক্তি দানা বাঁধছে। কান চোখ খোলা রেখে সবাই কাজ করলে সম্ভব। একজনের পক্ষে সম্ভব নয়। অ্যালার্ট থাকতে হবে। একাধিকবার গিয়ে গিয়ে ঘুরতে হবে।যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে এরা সতর্ক আছে। বর্ডার এরিয়া খুব সেনসেটিভ। কিছু দিন আগে, শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হল। একজন চাষি। বেচারা। সে চাষ করে। তাঁর কোনও দোষ ছিল না। তারপর উদয়নকে বলা হয়েছিল। আমরা জামিন করিয়ে আনলাম... বিএসএফ আছে বলে আইসি-ওসিরা চোখ কান বন্ধ করে থাকলে হবে না।'

উত্তরবঙ্গে সীমান্তবর্তী এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন,' শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ৪-৫টা দেশের বর্ডার আছে। অনেক স্পর্শকাতর জায়গা।'
 

Read more!
Advertisement
Advertisement