Advertisement

100 Days Work: মেলায় খরচ ছেঁটে ১০০ দিনের কাজে ফোকাসের নির্দেশ মমতার, আজ বৈঠক

বাংলার মুখ্যমন্ত্রীর মেলা-উৎসব নিয়ে কর্মসূচি বারবার সমালোচনার মুখে পড়েছে বিরোধীদের। এবার সেই মেলা-খেলার খরচেই রাশ টানার পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। এবার মন্ত্রিসভার বৈঠকে একশো দিনের কাজে নথিভুক্তদের নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়  নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একশো দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার কথা বলেনমমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একশো দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার কথা বলেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2022,
  • अपडेटेड 10:12 AM IST
  • মেলা-খেলায় কাটছাঁটের নির্দেশ মমতার
  • ১০০ দিনের প্রকল্পে বিকল্প কাজ খুঁজতে আজ বৈঠক

বাংলার মুখ্যমন্ত্রীর মেলা-উৎসব নিয়ে কর্মসূচি বারবার সমালোচনার মুখে পড়েছে বিরোধীদের। এবার সেই মেলা-খেলার খরচেই রাশ টানার পথে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। এবার মন্ত্রিসভার বৈঠকে একশো দিনের কাজে নথিভুক্তদের নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে তাঁদের যেকোনও সরকারি নির্মাণ প্রকল্পে কাজে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে  মেলা, খেলার খরচে রাশ টেনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওই টাকা একশো দিনের প্রকল্পে নথিভুক্তদের দেওয়ার ভাবনাচিন্তাও চলছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একশো দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার কথা বলেন। তিনি নির্দেশ দেন, কিভাবে অন্যান্য দফতর থেকে কাজ দেওয়া যায়, সেই বিষয়টিও খতিয়ে দেখতে। তার পরপরই মুখ্য সচিব জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন। প্রসঙ্গত  ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের  কাজ দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে জব কার্ড হোল্ডারদের জন্য বিকল্প কাজের (বন্দোবস্ত করা যায়, তা নিয়ে ভেবে দেখছে নবান্ন । বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন পথ খুঁজতে। এদিন সকাল ১১টায় দফতরের সচিব এবং রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

নবান্ন সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এখন থেকে কোনও দফতর, CMO-কে না জানিয়ে কোনও প্রকল্প শুরু করতে পারবে না। সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাই ১০০ দিনের কাজের শ্রমিকদের, পূর্ত, সেচ-সহ বিভিন্ন দফতরের আওতায় কাজে লাগান। এই প্রসঙ্গেই শ্রমমন্ত্রী মলয় ঘটককে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমমেলার বাজেটে কাটছাঁট করতে। সেই টাকা ১০০ দিনের শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগান হোক।

Advertisement

আরও পড়ুন

প্রসঙ্গত ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে চিন্তিত। অভিযোগ রয়েছে, কেন্দ্র সরকার  এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছে না। অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী বলে আসছেন, রাজ্যকে এই প্রকল্পের প্রাপ্য অর্থ পাঠাচ্ছে না কেন্দ্র। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা পাঠানোর জন্য। কিন্তু দাবি জানিয়ে গেলেও, রাজ্য সরকার কোনও সদুত্তর পায়নি। বাধ্য হয়ে রাজ্য সরকার এই প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণও কমিয়েছে বাজেটে। ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী গত মে মাস থেকেই রাজ্যের অন্যান্য কাজে যুক্ত করার কথা বলে আসছেন। 

Read more!
Advertisement
Advertisement