Advertisement

Mamata Banerjee on Durgapuja : দুর্গাপুজোর একমাস আগে মহামিছিল, ঘোষণা মমতার

গত বছরের ডিসেম্বর মাসে UNESCO বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের (Heritage) তকমা দিয়েছে। আর তা নিয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বীকৃতি পাওয়ার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো দুর্গাপুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2022,
  • अपडेटेड 4:54 PM IST
  • গত বছরের ডিসেম্বর মাসে UNESCO বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের (Heritage) তকমা দিয়েছে
  • সেই দুর্গাপুজোকে আরও বিশ্বমানের করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়
  • পুজো নিয়ে এখন থেকেই করে দিলেন বড় ঘোষণা

গত বছরের ডিসেম্বর মাসে UNESCO বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের (Heritage) তকমা দিয়েছে। আর তা নিয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বীকৃতি পাওয়ার জন্য দুর্গাপুজোর এক মাস আগে মহামিছিল করা হবেষ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

এদিন তৃণমূলের সাংগঠনিক ভোট ছিল। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত হয়েছেন দলের চেয়ারপার্সন। চেয়ারপার্সন হওয়ার পর সংগঠন থেকে দলীয় নেতৃত্ব নানাক্ষেত্রে তিনি কথা বলেন। সেই প্রসঙ্গেই উঠে আসে দুর্গাপুজোর প্রসঙ্গ। 

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুর্গাপুজো নিয়ে এবার আগে থেকে বলে রাখছি। দুর্গাপুজোতে বাংলাতে কী করতে পারে তা দেখিয়ে দেবে। দুর্গাপুজোর কমিটিতে ববি হাকিম, অরূপরা রয়েছে। এই পুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করব। UNESCO আমাদের স্বীকৃতি দিয়েছে। তাদের কীভাবে গ্লোরিফাই করা যায়, সেটা দেখছি। লক্ষ্মী ভাণ্ডারের মেয়েরা শঙ্খধ্বনি দেবে। শহরে মিছিল হবে। মা-বোনেরা উলু দেবেন। সংখ্যালঘুরাও শামিল হবে। শঙ্খ উলুধ্বনি কাকে বলে বাংলা দেখবে।'  

এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পেগাসাস-সহ একাধিক ইস্যুতে তোপ দাগেন কেন্দ্রকে। পাশাপাশি জানান, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে তারা সপাকে সমর্থন করছে। তবে ২৪ এর লোকসভা ভোটে তৃণমূল লড়বে। 

Read more!
Advertisement
Advertisement