Advertisement

Mamata Banerjee: 'অন্য কারওর আগে...', অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন দাবি মমতার

পাকিস্তানের সন্ত্রাসবাদ ও তার বিরুদ্ধে ভারতের লড়াই। বিশ্বের কাছে সত্যিটা তুলে ধরতে বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। 'দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে' এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2025,
  • अपडेटेड 7:12 PM IST

পাকিস্তানের সন্ত্রাসবাদ ও তার বিরুদ্ধে ভারতের লড়াই। বিশ্বের কাছে সত্যিটা তুলে ধরতে বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। 'দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে' এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানান, সর্বদলীয় প্রতিনিধি দলের সন্ত্রাসবাদ বিরোধী প্রচারের অংশ হিসেবে এই বিদেশ সফরকে তিনি সমর্থন করছেন। তিনি বলেন, 'দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের যেকোনও পদক্ষেপের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে।'

তাঁর বক্তব্য, ‘আমার অনুরোধ, সর্বদলীয় প্রতিনিধি দল নিরাপদে ফিরে এলে যেন অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, যাতে সাম্প্রতিক সংঘাত ও চলমান পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে বিশদে জানানো যায়।'

এদিন পোস্টের সঙ্গে তেরঙ্গার ছবি শেয়ার করেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই পোস্ট-
 

মুখ্যমন্ত্রীর এক্স পোস্ট।

মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে যাচ্ছে এই সর্বদলীয় প্রতিনিধিদল। সফররত প্রতিনিধি দলের মধ্যে তৃণমূল, কংগ্রেস, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। এশিয়ার একটি টিমে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। JDU সাংসদ সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন সেই দল ইতিমধ্যেই জাপানে পৌঁছেছে।

‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিভিন্ন দেশে এই টিম পাঠাচ্ছে কেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে বেশ কয়েকটি প্রতিনিধি দল গড়া হয়েছে। সেই টিম বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাক সন্ত্রাসবাদের বিষয়ে তুলে ধরছে।

Read more!
Advertisement
Advertisement