Advertisement

'রাজ্যপাল ধনকড় একজন ডেঞ্জারাস ম্যান', আক্রমণ প্রসূনের

রাজ্যপাল জাগদীপ ধনকরকে ফের আক্রমণ তৃণমূলের তরফে। এবার ধনকড়কে নিশানা করলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

জগদীপ ধনকড় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 22 Jun 2021,
  • अपडेटेड 6:18 PM IST
  • রাজ্যপাল জাগদীপ ধনকরকে ফের আক্রমণ তৃণমূলের তরফে
  • এবার ধনকড়কে নিশানা করলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়

রাজ্যপাল জাগদীপ ধনকরকে ফের আক্রমণ তৃণমূলের তরফে। এবার ধনকড়কে নিশানা করলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে ডেঞ্জারাস ম্যান বলে নিশানা করলেন তিনি। 

দাদা পি কে বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত একটি বেড দান করতে আজ শিবপুরের জৈন হাসপাতালে আসেন প্রসূনবাবু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাছা বাছা বিশেষণে বিদ্ধ করেন রাজ্যপালকে। বলেন 'উনি বিজেপি নেতার মতো কথা বলেন। তাই রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হব।' 

প্রসঙ্গত রাজ্য-রাজ্যপাল সম্পর্ক মোটেও ভালো নয়। বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করে থাকেন রাজ্যপাল। পাল্টা দেন তৃণমূলের নেতা-মন্ত্রীরাও। বিধানসভা ভোটে তৃণমূল সংখ্যা-গরিষ্ঠতা পাওয়ার পর থেকে সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন রাজ্যপাল। যা নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীরা ধনকড়কে আক্রমণ করেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন : কালিয়াচককাণ্ড:'Acid Bath Murder'-এর পরিকল্পনা ছিল আসিফের!

আজ তিনি বলেন 'সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা না করে রাজ্যপাল প্রতিদিন সরকারের সমালোচনা করে বিভিন্ন বিষয়ে ট্যুইট করছেন। ওঁর উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করা। কিন্তু যেভাবে তিনি কাজ করছেন সেটা বাংলার মানুষকে অপমান করা হচ্ছে।' 

তিনি আরও বলেন, ২০১৭ সালে লোকসভায় রাজ্যপাল পদ তুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সেখানে বেশিরভাগ দলই এই পদ তুলে দেওয়ার জন্য সরব হয়েছিল। কারণ মোটা টাকা খরচ করে রাজ্যপাল রাখার কোনও যৌক্তিকতা নেই। এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেভাবে বিজেপি নেতার মতো আচরণ করছেন সেজন্য ফের এই পদের প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।' লোকসভায় এই ব্যাপারে সরব হবেন বলেও জানান এই প্রাক্তন ফুটবলার। 

Advertisement

সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন, তারও কঠোর সমালোচনা করেন প্রসূনবাবু। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement