Advertisement

West Bengal Govt Employee Advance Salary : মাস শেষ হওয়ার আগেই বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকবে?

রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন মিলবে মাস শেষ হওয়ার আগেই। দুর্গাপুজো উপলক্ষ্যে বড় ঘোষণা রাজ্যের অর্থ দফতরের। এই নিয়ে নবান্নের তরফে আজই ঘোষণা করা হয়।

Nabanna Nabanna
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 11:19 PM IST
  • সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মমতার
  • সেপ্টেম্বরে অগ্রীম বেতন পাবেন কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন মিলবে মাস শেষ হওয়ার আগেই। দুর্গাপুজো উপলক্ষ্যে বড় ঘোষণা রাজ্যের অর্থ দফতরের। এই নিয়ে নবান্নের তরফে আজই ঘোষণা করা হয়। সেখানে জানানো হয় বেতন, সাম্মানিক ও মজুরি দেওয়া হবে দুর্গাপুজোর আগেই। 

নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের বেতন, ভাতা, সাম্মানিক, স্টাইপেন্ড, মজুরি ইত্যাদি দেওয়া হবে সেপ্টেম্বরের ২৪ ও ২৫ তারিখ। অর্থাৎ সেদিনই সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে বেতন ঢোকার কথা ছিল ১ লা অক্টোবর বা চলতি মাসের শেষ দিন। 

তবে পেনশন দেওয়া হবে ১ অক্টোবর। একইভাবে জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে ওই একই তারিখে। এমনিতে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা মাসের ৩ থেকে ৪ তারিখে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢোকে। তবে পুজোর জন্য এবার পয়লা তারিখেই তা মিলবে। 

রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। কারণ, পুজোর মাসে এমনিতেই বেশি খরচ থাকে। কেনাকাটা, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়ার কারণে   বাজেট অনুযায়ী চলতে পারেন না অনেকেই। তাই মমতা সরকারের দুর্গাপুজোর আগে বেতন  দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সরকারি কর্মীরা। 

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, দুর্গাপুজোর জন্য রাজ্য়ের যাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন তাঁদের অগ্রিম বেতন দেওয়া হবে। সেই খবর সামনে এনেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। চলতি সেপ্টেম্বরের ২৬ তারিখ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে যাবেন। সেদিনই তাঁদের 'অ্যাডভান্স' হিসেবে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। তবে তার আগেই বেতন ঢুকে যাবে রাজ্যের সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে।      
 

Read more!
Advertisement
Advertisement