Advertisement

West Bengal BLO honorarium: বর্ধিত সম্মানিক পাচ্ছেন না বাংলার BLO-রা, কমিশনের তোপে নবান্ন

বর্ধিত সম্মানিক পাচ্ছেন না রাজ্যের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। এমনই অভিযোগ আনল ইলেকশন কমিশন। পাশাপাশি তারা সেই সাম্মানিক দ্রুত দিয়ে দেওয়ার কথা বলছে পশ্চিমবঙ্গ সরকারকে।  

BLO দের বর্ধিত সাম্মানিকBLO দের বর্ধিত সাম্মানিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2025,
  • अपडेटेड 4:16 PM IST
  • বর্ধিত সম্মানিক পাচ্ছেন না রাজ্যের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা
  • এমনই অভিযোগ আনল ইলেকশন কমিশন
  • পাশাপাশি তারা সেই সাম্মানিক দ্রুত দিয়ে দেওয়ার কথা বলছে পশ্চিমবঙ্গ সরকারকে

বর্ধিত সম্মানিক পাচ্ছেন না রাজ্যের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। এমনই অভিযোগ আনল ইলেকশন কমিশন। পাশাপাশি তারা সেই সাম্মানিক দ্রুত দিয়ে দেওয়ার কথা বলছে পশ্চিমবঙ্গ সরকারকে।
 
আর এই বিষয়টি সম্পর্কে কথা ওঠে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কমিশনের মিটিংয়েও। এই প্রসঙ্গে কমিশন জানায়, 'আমরা তৃণমূল প্রতিনিধি দলকে ২৮ নভেম্বরের সভার সময়ই বলেছি এই ভাতা প্রসঙ্গে। এটা শুনে আশ্চর্য হচ্ছে যে বিএলও-দের ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা সাম্মানিক দেওয়ার ছাড়পত্র কমিশন দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। এটা আর দেরি না করে দ্রুত দিয়ে দিতে হবে।'


প্রসঙ্গত, আগে ৬০০০ টাকা পেতেন বিএলও-রা। তবে এসআইআর-এর আবহে কিছুদিন আগেই ভোটের কাজে নিযুক্ত বিএলও-দের ভাতা বাড়ানোর কথা বলেছিল নির্বাচন কমিশন। সেই মর্মে তারা নোটিফিকেশনও দেয়। যদিও তারপরও পশ্চিমবঙ্গ সরকার বিএলও-দের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করছে কমিশন। 

বিএলও-দের সাম্মানিক

বদলে গেল খসড়া ভোটার লিস্ট বেরনোর দিন
পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে SIR প্রক্রিয়া। প্রথম থেকেই সেই প্রক্রিয়ার দিন বাড়ানোর দাবি ছিল নির্বাচন কমিশনের কাছে। আর অবশেষে সেই দাবি মেনে নিল কমিশন। তাদের পক্ষ থেকে এনুমারেশন প্রক্রিয়ার দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি বদলে ফেলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ও।

এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা জমা নেওয়া এবং ওয়েবসাইটে আপলোড করার শেষ দিন ছিল। তবে সেই দিনটা বাড়িয়ে দিয়েছে কমিশন। তাদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যেই এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার কাজ শেষ করতে হবে। এরপর শুরু হবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। সেক্ষেত্রে ১২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সেই কাজটা চলবে। তারপর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

এর আগে বলা হয়েছিল, ৯ ডিসেম্বর বেরবে খসড়া ভোটার লিস্ট। যদিও নতুন নোটিফিকেশনে এই তালিকা প্রকাশের দিন বদল করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেরবে খসড়া লিস্ট।

Advertisement

এই লিস্ট প্রকাশের পর নাম ওঠা বা না ওঠা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানান যাবে ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর ১৪ ফেব্রুয়ারি বেরবে ফাইনাল ভোটার লিস্ট।


 

Read more!
Advertisement
Advertisement