বঙ্গোপসাগরে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। মঙ্গলবার সকালেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এটি দ্রুত স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটির সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায়। এটি উত্তর দিকে এগোচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টায় আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠবে। এর ফলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (৭-১১ সেন্টিমিটার)।
দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা:
মঙ্গলবার: দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়।
বুধবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টি।
বৃহস্পতিবার: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি)। জারি হয়েছে কমলা সতর্কতা।
শুক্রবার: দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি—সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
শনিবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি।
দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতেও হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা:
বুধবার: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি। কমলা সতর্কতা জারি।
শুক্রবার: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাইগুড়িতে ২০ সেমি’র বেশি বৃষ্টির সম্ভাবনা।
রবিবার: দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য আবারও সতর্কতা জারি।
সতর্কতা:
আবহাওয়া দফতর ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।