Advertisement

West Bengal Maoist Poster : শহিদ দিবসে শিলদায় উদ্ধার মাও পোস্টার, লেখা 'খেলা হবে'

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। ঝাড়গ্রামের শিলদায় মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ২৪ জন জওয়ান। ঘটনার পর কেটে গেছে এক দশকেরও বেশি সময়। সেখানে মাওবাদীরা কি ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে? এদিন পোস্টার উদ্ধারকে ঘিরে সেই প্রশ্ন দানা বেঁধেছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • শিলদা ,
  • 15 Feb 2022,
  • अपडेटेड 2:06 PM IST
  • এদিন শিলদায় মাও পোস্টার উদ্ধার হয়েছে
  • সিপিআই মাওবাদী নামাঙ্কিত সেই পোস্টারে একাধিক দাবি-দাওয়ার কথা লেখা রয়েছে
  • যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। ঝাড়গ্রামের শিলদায় মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ২৪ জন জওয়ান। ঘটনার পর কেটে গেছে এক দশকেরও বেশি সময়। সেখানে মাওবাদীরা কি ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে? এদিন পোস্টার উদ্ধারকে ঘিরে সেই প্রশ্ন দানা বেঁধেছে। 

এদিন শিলদায় মাও পোস্টার উদ্ধার হয়েছে। সিপিআই মাওবাদী নামাঙ্কিত সেই পোস্টারে একাধিক দাবি-দাওয়ার কথা লেখা রয়েছে। সেখানে একটি জায়গায় লেখা  আছে 'আবেদনগুলি না মানলে নতুন করে খেলা হবে।' মোট ৭ দফা দাবির উল্লেখ রয়েছে সেই পোস্টারে। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। জঙ্গলমহলে কি ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা? অভিযোগ উড়িয়ে না দিয়ে ওই আধিকারিক জানান, তাঁরা বিষয়টা দেখছেন। প্রসঙ্গত, এর আগেও জঙ্গলমহলে একাধিক মাও পোস্টার উদ্ধার হয়েছে। সেই বিষয়ে সঞ্জয় সিং জানান, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। 

আরও পড়ুন

উদ্ধার হওয়া মাও পোস্টার

 
প্রসঙ্গত, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। শিলদার CRPF ক্যাম্পে হানা দেয় মাওবাদীরা। মাও হামলায় ২৪ জন জওয়ান শহিদ হন। জওয়ানদের অস্ত্র লুট করে মাওবাদীরা। ১২ বছর পুরোনো সেই স্মৃতি আজ আবার ফিরে এল মাও পোস্টার উদ্ধার ঘিরে। 

এদিন গান স্যালুটের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। এরপর সেখানকার পিছিয়ে পড়া মানুষদের পোশাক বিতরণ করা হয়। 

 

Read more!
Advertisement
Advertisement