Advertisement

WB Weather Update: ফের নিম্নচাপ, কলকাতা-সহ যে সব জায়গায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে দুই বঙ্গেই রবিবার থেকে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে নাকি গরম বাড়বে। তা নিয়ে এবার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • আবারও নিম্নচাপের পূর্বাভাস।

আবারও নিম্নচাপের পূর্বাভাস। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, ফের নিম্নচাপের মেঘ ঘনিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মুষলধারে বৃষ্টি (Rain) হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন। কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিন সকাল পর্যন্ত বৃষ্টির ঘাটতি ২৯ শতাংশ। কলকাতায় বৃষ্টির ঘাটতি ৪০ শতাংশ। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি নেই।  আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনি ও রবিবার তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।

এই মুহূর্তে বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, গোরখপুর, সোপাউল ও বালুরঘাট এর উপর দিয়ে মণিপুর পর্যন্ত চলে গেছে। উত্তর-পশ্চিম ভারতে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঘাঁটি গেড়ে রয়েছে। সব মিলিয়ে উত্তর ভারতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, অসম ,মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা এক বা দু দফায় বৃষ্টি হতে পারে। মূলত মেঘলা থাকবে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে আগামী ৪-৫ দিন। কলকাতা তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভবনা আগামী চার পাঁচ দিন।

Advertisement

কলকাতায় ৪০%  বৃষ্টির ঘাটতি
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বিহারে আছে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরবঙ্গে এর কিছুটা প্রভাব পড়বে। কিন্তু দক্ষিণবঙ্গে কোন প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গে অগাস্টেও বৃষ্টির ঘাটতি বর্তমান। ১ জুন থেকে শুরু করে  এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২৯ শতাংশ।  কলকাতায় ৪০% মতো ঘাটতি চলছে। তবে  উত্তরবঙ্গের জন্য বর্ষা এখন স্বাভাবিক চলছে।

 
 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement