চলতি সপ্তাহে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করছে। বর্তমানে বালুরঘাটের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা , এবং এটি আরো উত্তরের সরবে। পাশাপাশি বুধ-বৃহস্পতিবার নাগাদ একটি উত্তর থেকে দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এর ফলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই তিন দিন প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সাত জেলাতেই। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ অতি প্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নীচের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হবে। দার্জিলিং কালিম্পং-এর মতো পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে।
বুধবার থেকে হাওয়া বদল দক্ষিণে
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের মতো বুধবারও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ অগাস্ট বৃহস্পতিবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ ও কাল আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃহস্পতি ও শুক্র ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।