আজ সারা দেশ ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। বাংলা জুড়েও আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। তবে এর মাঝেই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। হাওয়া অফিস বলছে আজ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্যও।
চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে রাজ্যে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে হিমালয় পাদদেশের উপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয়। মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি- চলবে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আজ , কাল এবং শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভরী বৃষ্টির পূর্বাভাস, বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন জেলাগুলির জন্য সতর্কতা?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উপকূলের জেলা ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুক্রবার আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।
কলকাতার আবহাওয়া
স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।