Advertisement

Nadia: কল্যাণী রেল ব্রিজের তলায় স্বামীর সামনে গৃহবধূকে 'গণধর্ষণে'র অভিযোগ, গ্রেফতার ৮

নদীয়ার কল্যাণী থানা অন্তর্গত এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গতকাল গভীর রাতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেলব্রিজের নিচে ওই বিবাহিতা তরুণীকে কিছু যুবক মিলে ধর্ষণ করে। আজ সকালে তরুণী নিজেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ৮ অভিযুক্তকে গ্রেফতার করে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2024,
  • अपडेटेड 5:27 PM IST
  • নদীয়ার কল্যাণী থানা অন্তর্গত এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আলোড়ন তৈরি হয়েছে।
  • অভিযোগ অনুযায়ী, গতকাল গভীর রাতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেলব্রিজের নিচে ওই বিবাহিতা তরুণীকে কিছু যুবক মিলে ধর্ষণ করে।

নদীয়ার কল্যাণী থানা অন্তর্গত এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গতকাল গভীর রাতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেলব্রিজের নিচে ওই বিবাহিতা তরুণীকে কিছু যুবক মিলে ধর্ষণ করে। আজ সকালে তরুণী নিজেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ৮ অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে কল্যাণীর দিকে যেতে রেল লাইন ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেল ব্রিজের তলায় এক ঘন জঙ্গলে। সেখানে ওই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এরপর স্বামীর সঙ্গে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন অভিযুক্ত গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক টিম। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

দিন কয়েক আগেই নদীয়ার কৃষ্ণনগরে এক তরুণীর ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এখনও পুলিশ সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ঘটনাটি খুন না আত্মহত্যা। তার মাঝেই কল্যাণীতে ফের গণধর্ষণের এই ঘটনা এলাকায় নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের গ্রেফতারের পর দিনভর জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং পরে তাদের কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি, ঘটনা তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। তরুণীর শারীরিক পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে, যার রিপোর্টের ভিত্তিতে মামলার তদন্ত আরও অগ্রসর হবে।

 

Read more!
Advertisement
Advertisement