গত দু'দিনের মতো সোমবারও দিনটি শুরু হয়েছে আকাশের মুখ ভার দিয়ে। এর মাঝেই আজকেও কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের নানা জেলায় বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে।
হাওয়া অফিস বলছে, নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটি বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে খুব আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। প্রধানত মেঘলা আকাশ ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে।
বুধবার পর্যন্ত উপকূলের কাছাকাছি জেলা বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর , ঝাড়গ্রামের দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ৪ তারিখ নাগাদ বৃষ্টি একটু বাড়ার সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলি ও পশ্চিমের জেলাগুলিতে। পাঁচ তারিখ বৃহস্পতিবারও পশ্চিমের কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
কলকাতার ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ ও মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আগামী পাঁচ দিন তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিকে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের আগামী ১ থেকে ৩ তারিখ সমুদ্রে দমকা হাওয়া থাকার জন্য মাছ ধরতে যেতে মানা করা হচ্ছে।