Advertisement

Rajeev Kumar: 'নিশ্চিন্তে থাকুন, ভয় পাওয়ার কারণ নেই', বাংলাদেশ-উগ্রবাদ প্রসঙ্গে বললেন রাজীব কুমার

'আপনাদের শান্ত, নিশ্চিন্ত থাকতে হবে, আমাদের ট্র্যাক রেকর্ড দারুণ,' বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সম্প্রতি রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, জঙ্গি ধরা পড়া নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজীব কুমার।

সাংবাদিক সম্মেলন করছেন রাজীব কুমার।সাংবাদিক সম্মেলন করছেন রাজীব কুমার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2024,
  • अपडेटेड 12:54 PM IST

'আপনাদের শান্ত, নিশ্চিন্ত থাকতে হবে, আমাদের ট্র্যাক রেকর্ড দারুণ,' বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সম্প্রতি রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, উগ্রবাদী ধরা পড়া নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজীব কুমার। গোটা পরিস্থিতির উপর রাজ্য ও কলকাতা পুলিশ কড়া নজর রাখছে বলে জানালেন। রবিবার এক প্রেস কনফারেন্সে এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তিনি। কলকাতায় ধৃত জম্মু-কাশ্মীরের উগ্রবাদী প্রসঙ্গে তিনি জানান, অভিযুক্তকে ধরতে রাজ্যের এসটিএফ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। তার ভিত্তিতেই জম্মু কাশ্মীরের পুলিশ এসে ধরে। ফলে রাজ্য় পুলিশ যে চুপ করে বসে নেই, বরং তৎপর, সেটাই তুলে ধরলেন তিনি। সাধারণ পাবলিক ও সংবাদমাধ্যম জানে না, এমন অনেক কাজও পুলিশ করে বলে জানান রাজীব কুমার। তবে, তিনি বলেন, এমন কিছু প্রকাশ্যে আনলে অপারেশন বিঘ্নিত হতে পারে।

তিনি আরও বলেন, উগ্রবাদের বিরুদ্ধে রাজ্যের কড়া নিয়ন্ত্রণ এবং ভাল ট্র্যাক রেকর্ড রয়েছে। সীমান্ত সমস্যা নিয়ে বিএসএফ-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ চলছে। শ্রীনগরের অভিযুক্তকে কয়েকদিন ট্র্যাক করার পর জম্মু-কাশ্মীর পুলিশকে জানানো হয়।

পাসপোর্ট ভেরিফিকেশন প্রসঙ্গে ডিজি বলেন, 'রাজ্যের সীমান্তের বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে ভেরিফিকেশন প্রক্রিয়া সংস্কারের সুপারিশ করা হয়েছে।' বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়ায় রাজ্য পুলিশের গ্রাউন্ড লেভেলে সেভাবে যোগ নেই বলে জানান তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে পাসপোর্ট প্রসেসিংয়ে আরও কড়াকড়ি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান, যাতে সঠিক তথ্য তুলে ধরা হয়। ডিজি বলেন, 'আমরা কাউকে না জানিয়েই অনেক কাজ করতে থাকি। সবাই নিশ্চিন্ত ও শান্ত থাকুন।'

Read more!
Advertisement
Advertisement