Advertisement

West Bengal Police Helpline: ভিনরাজ্যে হেনস্থার শিকার অভিবাসীদের জন্য হেল্পলাইন চালু পশ্চিমবঙ্গ পুলিশের

West Bengal Police Helpline: পুলিশের তরফে জানানো হয়েছে যে, অনেক সময়ই অভিবাসী শ্রমিকরা এবং তাদের পরিবার প্রায়ই বুঝতে পারেন না যে তাদের নিজ রাজ্য থেকে দূরে থাকাকালীন কীভাবে বা কাকে এই সমস্যাগুলি জানাতে হবে।

ভিনরাজ্যে হেনস্থার শিকার অভিবাসীদের জন্য হেল্পলাইন চালু পশ্চিমবঙ্গ পুলিশেরভিনরাজ্যে হেনস্থার শিকার অভিবাসীদের জন্য হেল্পলাইন চালু পশ্চিমবঙ্গ পুলিশের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2025,
  • अपडेटेड 10:50 PM IST

West Bengal Police Helpline Detention Concerns: দেশে নাগরিক ডিটেনশন নিয়ে উদ্বেগের মধ্যে অন্যান্য রাজ্যে সমস্যায় পড়া নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতজুড়ে কর্মরত বাংলার নাগরিকদের সাহায্য়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পুলিশ। অন্যান্য রাজ্যে কর্মরত অবস্থায় অসুবিধা বা হয়রানির সম্মুখীন হতে হচ্ছ যাদের, সেই সমস্ত লোকেদের সব রকম সহায়তা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের, শুধুমাত্র বাংলা বলার জন্য আটক বা টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।  বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের আটক, জিজ্ঞাসাবাদ এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশে পুশ ব্যাক করার মতোও অভিযোগ সামনে এসেছে। হরিয়ানা, রাজস্থান, ওড়িশা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে ঘটে যাওয়া কিছু ঘটনায় এ রাজ্যের ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং দেশের অভ্যন্তরে অভিবাসী শ্রমিকদের ভাষাগত অধিকার নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশের তরফে জানানো হয়েছে যে, অনেক সময়ই অভিবাসী শ্রমিকরা এবং তাদের পরিবার প্রায়ই বুঝতে পারেন না যে তাদের নিজ রাজ্য থেকে দূরে থাকাকালীন কীভাবে বা কাকে এই সমস্যাগুলি জানাতে হবে।
এই সমস্য়া পূরণ করতে এবং তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য, পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের যে কোনও নাগরিক বা তাদের পরিবারের সদস্যদের যে কোনও ধরণের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় থানা বা জেলা নিয়ন্ত্রণ কক্ষে রিপোর্ট করার জন্য অনুরোধ করছে।

কোন নম্বরে যোগাযোগ?
একটি হোয়াটসঅ্যাপ-কেবল হেল্পলাইন 9147727666 চালু করা হয়েছে। এই নম্বরটিতে অভিযোগকারী ব্যক্তি তাঁর বা তাঁদের নাম এবং ঠিকানা সহ প্রাসঙ্গিক বিবরণ জানিয়ে মেসেজ পাঠাতে পারেন। পুলিশ মেসেজ পড়ে সমস্ত তথ্য যাচাই করবে এবং সংশ্লিষ্ট রাজ্যের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যার মধ্যে ভুল বুঝে আটক বা হয়রানি মোকাবিলাও রয়েছে।

এই নতুন হেল্পলাইনটি পশ্চিম বঙ্গের অভিবাসী কর্মীদের সময়মত সহায়তা চাওয়ার জন্য নির্ভরযোগ্য এবং সহজ হবে বলে দাবি পুলিশের। বিশেষ করে সাম্প্রতিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement