Advertisement

West Bengal Police DG: রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম

West Bengal Police DG: রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই রদবদলকে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন সময়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতেই এই পরিবর্তন বলে মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিমরাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 30 Jan 2026,
  • अपडेटेड 10:50 PM IST

West Bengal Police DG: রাজ্য পুলিশের শীর্ষ মহলে বড়সড় রদবদল। প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায়ের পর নতুন দায়িত্ব পেলেন পীযূষ পান্ডে। আপাতত তিনিই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন।

একই সঙ্গে বদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপালের পদেও। এতদিন এই দায়িত্বে থাকা আইপিএস মনোজ ভর্মার জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস সুপ্রতিম সরকার। শহরের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন তাঁর কাঁধে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মনোজ ভর্মাকে সরিয়ে দেওয়া হয়নি। তাঁকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির গুরুত্বপূর্ণ পদ। রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার সামলাবেন তিনি।

আরও পড়ুন

এই রদবদলের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদল এসেছে। বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, এডিজি এসটিএফ-এর দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামিমকে।

রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই রদবদলকে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন সময়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতেই এই পরিবর্তন বলে মনে করছে প্রশাসনিক মহল।

 

Read more!
Advertisement
Advertisement