Advertisement

Baidyabati: গার্লফ্রেন্ড সাড়া দিচ্ছে না, বোমা মেরে জাগাল প্রেমিক, শ্রীরামপুরে ধৃত ৪

ছটপুজোর রাতে মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিক সাগর মালিক তার প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বোমা তৈরি ও ফাটানোর পরিকল্পনা করেছিল।

প্রেমিকার বাড়ির সামনে বোমা মেরে ধৃত ৪।-ফাইল ছবিপ্রেমিকার বাড়ির সামনে বোমা মেরে ধৃত ৪।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 2:53 PM IST
  • ছটপুজোর রাতে মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
  • ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিক সাগর মালিক তার প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বোমা তৈরি ও ফাটানোর পরিকল্পনা করেছিল।

ছটপুজোর রাতে মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিক সাগর মালিক তার প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বোমা তৈরি ও ফাটানোর পরিকল্পনা করেছিল।

পুলিশ সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা খবরে জানা গেছে, ২৮ অক্টোবর মধ্যরাতে বোমা ছোড়া হয় ১৮ নম্বর ওয়ার্ডে। বোমার ধাক্কায় একটি বাড়ির দেওয়ালে আঘাত লেগে জানালার কাচ ভেঙে যায়। সিসিটিভি ফুটেজ এবং এলাকার লোকজনের জিজ্ঞাসাবাদ থেকে পুলিশের হাতে সূত্র আসে।

তদন্তে উঠে আসে, সাগর মালিকের প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল। প্রেমিকা অন্য যুবকের সঙ্গে মেলামেশা শুরু করলে সাগর তা মেনে নিতে পারছিল না। তিনি বন্ধুদের সঙ্গে আলোচনা করে ইউটিউব দেখে বোমা বানান। এবং ছটপুজোর রাতে তার প্রেমিকাকে বাইরে বেরোতে বাধ্য করার উদ্দেশ্যে মালির বাগান এলাকায় বোমা ফাটান।

পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বাইকের নম্বর শনাক্ত করে এবং ধৃতদের ব্যারাকপুর থেকে গ্রেফতার করে। ধৃতরা হলেন সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আয়ুষ যাদব। চারজনেরই বয়স ১৮ থেকে ২০ বছর। পুলিশ জানিয়েছে, ঘটনার পর তারা কল্যাণীতে পালিয়ে গিয়েছিল।

গ্রেফতারকৃত চারজনকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ বলেছে, ধৃতদের বিরুদ্ধে বোমা তৈরির ও ছোড়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান।

 

Read more!
Advertisement
Advertisement