Advertisement

কোথাও BLO-কে গালিগালাজ, কোথাও ছেঁড়া হল ফর্ম, জেলায় জেলায় SIR ঘিরে কী চলছে?

কোথায় SIR প্রক্রিয়া চলাকালীন BLO-কে মারধর করার অভিযোগ উঠল। কোথাও আবার ছিড়ে ফেলা হল এনুমারেশন ফর্ম। জেলায় জেলায় SIR ঘিরে হিংসার অভিযোগ।

বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা
Aajtak Bangla
  • শীতলকুচি, কুলটি, ব্যারাকপুর ,
  • 06 Nov 2025,
  • अपडेटेड 11:55 AM IST
  • জেলায় জেলায় SIR ঘিরে হিংসার ঘটনা
  • কোথায় মারধর করা হচ্ছেো BLO-কে
  • কোথাও ছেড়া হচ্ছে SIR ফর্ম

বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে SIR-এর এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া। তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথায় মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক নিয়মগুলি। রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলছেন। 

কোচবিহার
শীতলকুচির বোরো কাইমারি পঞ্চায়েত এলাকায় গত মঙ্গলবার BLO-দের হাত থেকে নিয়ে এনুমারেশন ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। BLO প্রতীমা পাল বলেন, 'স্থানীয় কিছু যুবক এসে অভদ্র ভাবে কথা বলতে শুরু করে। কিছু ফর্মও ছিঁড়ে ফেলে ওরা।' ঘটনাটি ঘটেছে ১৬০ নম্বর বুথের কাছে। তৃণমূলের স্থানীয় চেয়ারম্যান সুশান্ত পাল BJP-র বিরুদ্ধে অভিযোগ তোলে, জোর করে এনুমারেশন ফর্ম দেখার চেষ্টা করছিল। সেই টানাটানিতেই ফর্ম ছিঁড়ে গিয়েছে বলে দাবি তাঁর। BJP সে অভিযোগ অস্বীকার করেছে। 

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা একজন BJP বুথ এজেন্ট সুব্রত পালকে আটকে রাখে বলে অভিযোগ। জানা যায়, তিনি মত্ত অবস্থায় ছিলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুব্রত পালের যদিও দাবি, তৃণমূল সমর্থকরা তাঁর পথ আটকায় ফর্ম ফিল আপে সাহায্য করতে যাওয়ার সময়ে। গোটা ঘটনা BLO-র পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। 

আসানসোল
কুলটি বিধানসভা এলাকার নিয়ামতপুরে জেলাশাসক ২ জন BLO-র বিরুদ্ধে পদক্ষেপ করেছে। অভিযোগ, নির্বাচন কমিশনের গাইডলাইন মানছিলেন না তাঁরা। ৯৯ এবং ১০০ নম্বর বুথে ফর্ম বিলি করার দায়িত্বে থাকা এই দুই BLO অস্থায়ী মিনি ক্যাম্প তৈরি করে ফর্ম বিলি করছিলেন। কারও বাড়ি যাচ্ছিলেন না। 

জেলাশাসক এস পুন্নামলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। চৈতালী বন্দ্যোপাধ্যায় নামে অভিযুক্ত এক BLO জানিয়েছেন, তাঁরা সাততলা ওই ব্লিডিংয়ের প্রতিটি বাড়িতেই যাচ্ছিলেন। মাঝে ঘণ্টাখানেক বিল্ডিয়ের নীচে বসেছিলেন। BJP নেতা কেশব পোদ্দার এই BLO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অনিরুদ্ধ চৌবে বলেন, 'বাড়ি বাড়ি যেতে অস্বীকার করছিলেন ওই BLO-রা।'

Advertisement

হুগলি 
এই জেলায় মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এনুমারেশন ফর্মের ঘাটতি। চুঁচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে BLO সায়ক ভট্টাচার্য জানান, মাত্র ৫০টি ফর্ম দেওয়া হয়েছে। আর নতুন করে কোনও ফর্ম দেওয়া হয়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়দেবঅধিকারী জাবনান, বাড়ি চিনতে সমস্যা হচ্ছে BLO-দের। 

উত্তর ২৪ পরগনা
রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে ব্যারাকপুরে। এক BLO-কে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের BLO-2 বিশ্বজিৎ করের অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। গায়ে হাত তুলেছে তৃণমূলের কর্মীরা। স্থানীয় তৃণমূলের পুর চেয়ারম্যান উত্তম দাস অভিযোগ অস্বীকার করেছেন। অর্জুন সিং এই ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement