Advertisement

'সরকারের পাপের দায় ধুতে হচ্ছে,' কালো পোশাকে SSC পরীক্ষায় 'যোগ্য' শিক্ষকরা

সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুনরায় SSC পরীক্ষায় বসতে চলা চাকরিহারা শিক্ষকরা। তাদের একাংশ রবিবার কালো পোশাক পড়ে পরীক্ষার হলে গেলেন। অনেকেই মনে করছেন, এ যেন সরকারের পাপ তাদের ধুতে হচ্ছে।

মেহবুব মণ্ডল মেহবুব মণ্ডল
Aajtak Bangla
  • সোনারপুর ,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 11:38 AM IST

দুপুর ১২টা থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত SSC-র নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। নতুন পরীক্ষার্থীদের পাশাপাশিই ৯ বছর পর ফের পরীক্ষায় বসতে হচ্ছে চাকরিহারা শিক্ষকদেরও। তারই প্রতিবাদে রবিবার পরীক্ষাকেন্দ্রে কালো পোশাক পরে এলেন চাকরিহারাদের একাংশ। 

সোনারপুর বিদ্যাপীঠে সিট পড়েছে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলের। বারুইপুরের বাসিন্দা মেহবুব একরাশ ক্ষোভ নিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলেন। ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'সতীদাহ প্রথায় যেমন জোর করে মেয়েদের চিতায় তুলে পোড়ানো হত, গ্যালিলিও-কোপারনিকাসকে যেমন শাস্তি দেওয়া হয়েছিল, এটা আমাদের শাস্তি। আমাদের ফের অগ্নিপরীক্ষায় নামতে হল। সরকারের পাপের দায় ধুতে হচ্ছে আমাদের। জানি না এক পরিণতি কী হবে। এরই প্রতিবাদে এই কালো পোশাক।'

আরও এক কালো পোশাক পরিহিত চাকরিহারা প্রার্থী বলেন, 'বিস্তারিত পড়তে পারিনি। আজও যে দুর্নীতি হবে না, তার কোনও গ্যারান্টি নেই। আমরা চক্রান্তের শিকার হয়েছি। সেদিন যদি স্বচ্ছতা থাকত তবে আমাদের এই শাস্তি ভোগ করতে হত না।' 

আরও পড়ুন

শেষবার রাজ্যে SSC পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্ট গোটা প্যানেলই বাতিল করে দেয়। তাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতেরই নির্দেশে সেই পরীক্ষাই আবার নতুন করে হতে চলেছে ১০৬ মাস পর। এ শুধু শিক্ষক নিয়োগেরই পরীক্ষা নয়। পরীক্ষা যেন স্কুল সার্ভিস কমিশনেরও। কারণ  এবারের পরীক্ষায় যাতে একজনও তথাকথিত ‘টেন্টেড’ বা ‘অযোগ্য বা দাগি বলে চিহ্নিত’ প্রার্থী না বসেন, তা নিশ্চিত করতে রাজ্য ও কমিশনকে সতর্ক করেছে দেশের সর্বোচ্চ আদালত। তবে পরীক্ষার ২৪ ঘণ্টা আগেও SSC নিশ্চিত করে বলতে পারেনি, একজন ‘দাগি’ও পরীক্ষায় বসবেন না। সে কারণেই ফের দুর্নীতির আশঙ্কা করছেন 'যোগ্য' চাকরিপ্রার্থীরা। 

 

 

Read more!
Advertisement
Advertisement