রাতের তাপমাত্রা কমছে। সোমবার থেকে আবহাওয়ার এই বদল এসেছে। শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস বলছে, এখন এই আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। কালীপুজোতেও ঠান্ডা ভাব অনুভূত হবে। তবে কি বাংলায় শীত এসে পড়ল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। যার উত্তরও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
কেমন থাকতে চলছে কালীপুজো-ভাইফোঁটার আবহাওয়া?
পশ্চিমবঙ্গের ওপরে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। ফলত, আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনাও নেই। সেইসঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই।। হাওয়া অফিস জানিয়েছে, কালীপুজোতেও রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তর–পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। এই কারণে, কালী পুজোতেও শীতের আমেজ বজায় থাকবে। ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা। যদিও, হাওয়া অফিসের কথায়, শীত আসতে এখনও দেরি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পূবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০–র নীচে নেমেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ার তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস বলছে, কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পূর্বাভাস, চলতি সপ্তাহের মধ্যে শহরে আরও বেশ কিছুটা তাপমাত্রা নামবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। সেইসঙ্গে ২০ ডিগ্রির ঘরে নামতে পারে শহরের তাপমাত্রা।