Advertisement

WB cold wave alert: দক্ষিণের দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, কবে থেকে? স্পেশাল বুলেটিন

মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

শৈত্যপ্রবাহের সতর্কতা।-পিটিআই ছবিশৈত্যপ্রবাহের সতর্কতা।-পিটিআই ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • দক্ষিণবঙ্গে শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা আরও নামবে এবং দু’টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
  • সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আটটি জেলায় ‘শীতল দিন’-এর সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা আরও নামবে এবং দু’টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আটটি জেলায় ‘শীতল দিন’-এর সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপটও বাড়বে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারা দিন হিমেল হাওয়া বইছে। তবে আবহবিদদের মতে, শুধু ঠান্ডা হাওয়া বইলেই শৈত্যপ্রবাহ বলা যায় না। শৈত্যপ্রবাহ ঘোষণার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। কোনও এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে হবে এবং তা স্বাভাবিকের তুলনায় অন্তত ৪.৫ ডিগ্রি কম থাকতে হবে। এই পরিস্থিতি পরপর দু’দিন বজায় থাকলেই তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

এদিকে, দক্ষিণবঙ্গের আটটি জেলায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। ‘শীতল দিন’ নির্ধারণের ক্ষেত্রেও আলাদা মাপকাঠি রয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত ৪.৫ ডিগ্রি কম থাকতে হয়।

মঙ্গলবার থেকেই হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ‘শীতল দিন’-এর সম্ভাবনা রয়েছে। হুগলি ও দুই ২৪ পরগনায় এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে। অন্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত ‘শীতল দিন’ চলার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই দেখা যেতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট আরও বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারেরও নীচে নেমে যেতে পারে। এই জেলাগুলিতেও শুক্রবার সকাল পর্যন্ত ‘শীতল দিন’-এর সতর্কতা জারি রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement