শনি ও রবি রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির প্রভাব অনেকটাই কম ছিল। তবে আজ থেকে বাংলায় শুরু হচ্ছে উৎসবের আমেজ। আজ রাজ্য জুড়ে রয়েছে বিশ্বকর্মা পুজো ও মঙ্গলবার গণেশ চতুর্থী। আর এই দুই দিনই বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।
নতুন সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস বলছে, আজ থেকে রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ গ গণেশ চতুর্থীর দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলির এদিন কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না, তবে পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
উত্তরবঙ্গের ৩ জেলায় কমলা সতর্কতা
সোমবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সেইসঙ্গে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে। মঙ্গলবার থেকে টানা ৩ দিন শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।