Advertisement

Kolkata Heat Wave Alert: ৪২ ডিগ্রির পথে তাপমাত্রা, তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস, দিন জানাল হাওয়া অফিস

রাজ্যজুড়েই বেড়েই চলেছে তাপমাত্রা। শুক্রবার সকাল থেকেই গরম শুরু হয়ে যায় কলকাতা ও সংলগ্ন অঞ্চলগুলিতে। বেলা বাড়তেই তাপও বাড়তে থাকে। আর এর মধ্যেই এদিন থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গারঅতিপ্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। যা পরিস্থিতি তাতে কলকাতারও তাপমাত্রা শনিবার আরও বাড়বে বলেই পূর্বাভাস।

৪০ পেরিয়ে এবার ৪২ পথে কলকাতার পারদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2024,
  • अपडेटेड 5:44 PM IST

রাজ্যজুড়েই বেড়েই চলেছে তাপমাত্রা। শুক্রবার সকাল থেকেই গরম শুরু হয়ে যায় কলকাতা ও সংলগ্ন অঞ্চলগুলিতে। বেলা বাড়তেই তাপও বাড়তে থাকে। আর এর মধ্যেই এদিন থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গারঅতিপ্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। যা পরিস্থিতি তাতে কলকাতারও তাপমাত্রা শনিবার আরও বাড়বে বলেই পূর্বাভাস।

কলকাতার তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁল
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতার তাপমাত্রাও এদিন  ছুঁয়ে ফেলল ৪০ ডিগ্রির গণ্ডি। স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি হওয়ায় তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতাও৷ কলকাতা সংলগ্ন সল্টলেক আগেই ৪০ ছাড়িয়ে গিয়েছিল। দমদমের তাপমাত্রাও বুধবার পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে তিলোত্তমার তাপমাত্রা  আরও বাড়তে পারে শনিবার। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে  ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমানআবহাওয়া বিজ্ঞানীদের। 

রাজ্য জুড়ে তাপপ্রবাহ
পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপপ্রবাহ  গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শনি ও রবিবার চরম তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। এরমধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ। একটু কম হলেও সতর্কবার্তা থেকে ছাড় পাচ্ছে না উত্তরবঙ্গও। বিশেষত উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

রয়েছে বৃষ্টির পূর্বাভাসও
তবে তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।  সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন হবে, সেইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার থেকে । একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই ১০ জেলাতেই।  এখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। পাশাপাশি  উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হওয়া বইবে আগামী ২৪ ঘন্টার মধ্যে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement