Advertisement

West bengal Weather Update: আজ শীতলতম দিন, এরকম ঠান্ডা কতদিন থাকবে? ৫ দিনের পূর্বাভাস

বড়দিনেই মরসুমের শীতলতম সকাল দেখল কলকাতা। বৃহস্পতিবার ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল শহরের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতের মরসুমে এখনও পর্যন্ত সর্বনিম্ন।

ঘন কুয়াশায় ঢেকেছে রাস্তা।-ফাইল ছবিঘন কুয়াশায় ঢেকেছে রাস্তা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2025,
  • अपडेटेड 11:06 AM IST
  • বড়দিনেই মরসুমের শীতলতম সকাল দেখল কলকাতা।
  • বৃহস্পতিবার ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল শহরের পারদ।

বড়দিনেই মরসুমের শীতলতম সকাল দেখল কলকাতা। বৃহস্পতিবার ভোরে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল শহরের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতের মরসুমে এখনও পর্যন্ত সর্বনিম্ন। ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় ময়দান, আলিপুর চত্বর। সকাল হতেই সোয়েটার-জ্যাকেটে মুড়ে বড়দিনের ছুটি উপভোগ করতে চিড়িয়াখানা, ইকোপার্ক কিংবা সায়েন্স সিটির দিকে রওনা হন বহু মানুষ।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে বর্ষশেষের ছুটির মরসুম জুড়েই শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে।

হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, বড়দিন থেকে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই তাপমাত্রা নামবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়ার সঙ্গেই তার প্রভাব পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ০.৮ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৯ ডিগ্রি কম।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তুরে হাওয়া আরও শক্তিশালী হয়েছে। তারই প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে শীত বেড়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করতে পারে। এরপর ধীরে ধীরে পারদ সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই তিন জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ২০০ থেকে ৫০ মিটারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

উত্তরবঙ্গেও কুয়াশার দাপট অব্যাহত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

তাপমাত্রার নিরিখে বড়দিনে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল শ্রীনিকেতন, সেখানে পারদ নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। সিউড়িতে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.১, বর্ধমানে ১০, আসানসোলে ১০.৪ এবং বহরমপুরে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুর ও ডায়মন্ড হারবারে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, মেদিনীপুরে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

উত্তরবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে, মাত্র ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি, কোচবিহারে ১০.১ এবং কালিম্পঙে তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।
 

 

Read more!
Advertisement
Advertisement