
পশ্চিমবঙ্গে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব নেই। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমেছে এবং আগামীদিনেও এই শীতের অবস্থা বজায় থাকবে। ভোরের দিকে কিছু জেলায় হালকা কুয়াশাও দেখা দেবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে পরবর্তী দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে, পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। আগামী তিন-চার দিন ভোরে কুয়াশার প্রবণতা বাড়বে, তবে রাজ্যে সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম।
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও, হাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে বঙ্গের উপকূল ও অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টির কোনও প্রভাব পড়বে না। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে।