Advertisement

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট, ওদিকে জল ছাড়ল DVC-ও

দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। এর জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 12:24 PM IST
  • দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ।
  • এর জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। এর জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

কোথায় কোথায় ভারী বৃষ্টি?
মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের ১১টি জেলায়—পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পাশাপাশি আরও কয়েকটি সংলগ্ন জেলায়।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমান পরিস্থিতি
একটি গভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এটি কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতার আকাশ মঙ্গলবার সারাদিন মেঘলা থাকবে। দিনভর কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা, হাওড়া এবং হুগলিতেও সারাদিন ধরে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Kolkata Weather)।

আবহাওয়াবিদদের অনুমান, ওই অঞ্চলে বৃষ্টিপাত ৭০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরই মধ্যে ডিভিসি (DVC)-র তরফে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ঢুকছে দুর্গাপুর হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে যদি জল ছাড়ার মাত্রাও বাড়ে, তাহলে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে।

Advertisement

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
ঝড়বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ-ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই মঙ্গলবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement