Advertisement

Saturday Heavy Rain Alert: শনিবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা, আরও ক'দিন চলবে?

অবিরাম বৃষ্টি। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে এই বাংলায়। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। টানা কয়েক মাস দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল। আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

প্রতীকী ছবি, PTIপ্রতীকী ছবি, PTI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2023,
  • अपडेटेड 6:37 PM IST
  • অবিরাম বৃষ্টি
  • বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে এই বাংলায়
  • আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে

Heavy Rain Alert: অবিরাম বৃষ্টি। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে এই বাংলায়। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। টানা কয়েক মাস দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল। আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি

সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। অস্বস্তি বাড়বে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।

বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে

শনিবারে ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই চার জেলা ছাড়া সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়া

অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এর জেরে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নীচু এলাকা প্লাবনের আশঙ্কা। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের মাটিগাড়া তে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং শিলিগুড়িতে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝালং ও চম্পাসারিতে ২০০ মিলিমিটার এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দেড়শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গাজোলডোবা ও জলপাইগুড়িতে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লাভ হাতে ১৩০ মিলিমিটার এবং কালিম্পং ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

শনিবার ২৬ অগাষ্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি  হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। 

Advertisement

জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর, পাটনার পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দিঘার ওপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Read more!
Advertisement
Advertisement