Advertisement

Weather Update: আবহাওয়ার বিরাট বদল, আজ থেকেই এক নাগাড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বৈশাখ আসতে চলেছে প্রচণ্ড দাবদাহ আর ভ্যাপসা গরম নিয়ে, না কি কিছুটা স্বস্তি নিয়ে আসবে এক পশলা বৃষ্টি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে মিলেছে মিলিত বার্তা—গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির পূর্বাভাস। ছবি-পিটিআইবৃষ্টির পূর্বাভাস। ছবি-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2025,
  • अपडेटेड 3:46 PM IST
  • বৈশাখ আসতে চলেছে প্রচণ্ড দাবদাহ আর ভ্যাপসা গরম নিয়ে, না কি কিছুটা স্বস্তি নিয়ে আসবে এক পশলা বৃষ্টি?
  • এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে।

বৈশাখ আসতে চলেছে প্রচণ্ড দাবদাহ আর ভ্যাপসা গরম নিয়ে, না কি কিছুটা স্বস্তি নিয়ে আসবে এক পশলা বৃষ্টি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে মিলেছে মিলিত বার্তা—গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

বর্তমানে দুটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বিহারের উপর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি এবং ৫.৮ কিমি উচ্চতায় অবস্থান করছে। অপরটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপরে।

এই দুটি উচ্চচাপ বলয়ের সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্পের আগমন এবং অনুকূল বায়ুর ধারা। এর ফলে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে বিক্ষিপ্ত বজ্রঝড় হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা ৩৬–৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকতে পারে বলে পূর্বাভাস। ফলে দুপুরের দিকে গরম অনুভব হবে ঠিকই, তবে বিকেলের দিকে বজ্রঝড় ও দমকা হাওয়া কিছুটা স্বস্তি দিতে পারে শহরবাসীকে। বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা গাছের নিচে না দাঁড়াতে এবং বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Read more!
Advertisement
Advertisement