বসন্ত উৎসবের আবহে দক্ষিণবঙ্গের আবহাওয়া একদিকে যেমন উত্তরের জন্য দুশ্চিন্তা বাড়াচ্ছে, তেমনই দক্ষিণবঙ্গে গরমের পূর্বাভাস দিচ্ছে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্যদিকে, দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে।
উত্তরবঙ্গে বৃষ্টি, কী বলছে পূর্বাভাস?
মঙ্গলবার থেকেই দার্জিলিং ও সংলগ্ন তিনটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে।
বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা।
বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ অন্তত ছয়টি জেলায় বৃষ্টি হতে পারে।
বসন্ত উৎসবে দার্জিলিং, কালিম্পংয়ের আবহাওয়া ভিজে যাবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়বে
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
দোলের দিন কলকাতায় পারদ ৩৫-৩৬ ডিগ্রি ছুঁতে পারে।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
উপকূলবর্তী অঞ্চলে মঙ্গলবার রাত থেকে সমুদ্র উত্তাল হতে পারে, জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।
উৎসবের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে যারা বসন্ত উৎসবে মেতে উঠবেন, তাদের জন্য ছাতা রাখার পরামর্শ।
দক্ষিণবঙ্গে রোদের তেজ বেশি থাকবে, ফলে সাবধানতা অবলম্বন করাই ভালো।
গরম থেকে বাঁচতে পর্যাপ্ত জল পান ও হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
এই বছর দোলের আবহাওয়া মিলবে দুই রকম – উত্তরে বৃষ্টির ছোঁয়া, আর দক্ষিণে গরমের প্রভাব। তাই আগে থেকেই সতর্ক থাকুন, যাতে উৎসবের আনন্দ বিঘ্নিত না হয়!