Advertisement

Monsoon Withdrawal Condition : বৃহস্পতিতে ফের বৃষ্টি, এর সঙ্গেই বিদায় নেবে বর্ষা? জানুন আবহাওয়া আপডেট

বৃষ্টি কমতেই বেড়েছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৮ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে ২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে। আগামী ৩০ তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পূর্বাভাস, PTI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2023,
  • अपडेटेड 6:57 AM IST
  • বৃষ্টি কমতেই বেড়েছে ভ্যাপসা গরম
  • আগামী ২৮ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কম থাকবে
  • তবে ২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে

West Bengal Weather Update: বৃষ্টি কমতেই বেড়েছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৮ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে ২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে। আগামী ৩০ তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পরবর্তীতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। 

ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এই দুইয়ের কারণে বৃষ্টি বাড়বে। তবে উত্তরবঙ্গে  আগামী ৩-৪ দিন বৃষ্টিপাতের কোনও সতর্কবার্তা নেই। 

আজ ও কাল দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গে  আজ ও কাল আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতি, শুক্র ও শনিবার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই।

কলকাতার আবহাওয়া
কাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কাল থেকে তৈরি হতে পারে বৃষ্টির আমেজ।

বর্ষার বিদায় কবে?
মৌসম ভবন আগেই জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মতো আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নেবে। তবে বাংলায় এখনই বর্ষা বিদায় হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বর্ষা বিদায় নিয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement