Advertisement

Kalbaisakhi & Rain Alert: আজ রাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজবে?

গরম থেকে রেহাই মিলবে আজই। আর কিছুক্ষণের মধ্যে স্বস্তি পাবেন রাজ্যবাসী। ২-৩ ঘণ্টার মধ্যে কিছু জেলায় বৃষ্টি নামবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। সেই সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2025,
  • अपडेटेड 6:58 PM IST

গরম থেকে রেহাই মিলবে আজই। আর কিছুক্ষণের মধ্যে স্বস্তি পাবেন রাজ্যবাসী। ২-৩ ঘণ্টার মধ্যে কিছু জেলায় বৃষ্টি নামবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। সেই সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?

আজ কোন কোন জেলায় বৃষ্টি?
বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়াতে কিছুক্ষণের মধ্যেই ঝড়বৃষ্টি হবে। হাওড়া, উত্তর ও  দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হুগলি সহ রাজ্যজুড়ে সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত তুমুল ঝড়বৃষ্টি চলবে।

বঙ্গে বর্ষা নামবে কবে?
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আজ দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল এবং দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। 

আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরের আরও কিছু অংশ; মালদ্বীপ ও কোমোরিন অঞ্চল; দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের অবশিষ্ট অংশ; এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল। 

নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা
১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকেছে। স্বাভাবিকভাবে ১৮ মে থেকে ২১ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। গত ২৪ ঘণ্টায় নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফলে, গত ২ দিন ধরে নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলছে। দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের কিছু অংশে গত দু'দিন ধরে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

Read more!
Advertisement
Advertisement