
মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের সেই চেনা কামড় এবার চোখে পড়ল না। সাধারণত এই সময় পারদ অনেকটাই নেমে যায়, উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হয়। কিন্তু এ বছর সংক্রান্তির দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন-দুটো তাপমাত্রাই প্রায় স্বাভাবিকের কাছাকাছি থেকেছে। ফলে গঙ্গাসাগর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্পন্ন হয়েছে মকরস্নান।
মঙ্গলবার ভোররাত থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী ঠান্ডার তোয়াক্কা না করেই স্নানে নামেন। বীরভূমের জয়দেবধামেও চলে স্নানপর্ব, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে পালিত হয় টুসু পরব। তবে অন্যান্য বছরের মতো এ বার ঠান্ডার দাপট না থাকায় উৎসব-পর্ব কিছুটা হলেও স্বস্তিদায়ক ছিল সাধারণ মানুষের কাছে। তবু প্রশ্ন উঠছে, মাঘ মাস শুরু হতেই কি তবে শীত বিদায় নেবে?
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্যই কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশের কাছাকাছি ছিল।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে ভোরের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সূর্য ওঠার পর রোদের প্রভাবে সেই কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে। আগামী কয়েক দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করতে পারে।