Advertisement

West Bengal Weather Update: বৃষ্টির নাম-গন্ধ নেই আপাতত, পারদ নামবে কবে থেকে? পূর্বাভাস

রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন পুরোপুরি সরে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চল থেকেই। পুজো পরবর্তী সময়ে তাপমাত্রার পতন শুরু হলেও এবার থেকে রাজ্যে শুষ্ক ও রোদঝলমলে আবহাওয়ার ইঙ্গিত মিলেছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 12:57 PM IST
  • রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল বর্ষা।
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন পুরোপুরি সরে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চল থেকেই।

রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন পুরোপুরি সরে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চল থেকেই। পুজো পরবর্তী সময়ে তাপমাত্রার পতন শুরু হলেও এবার থেকে রাজ্যে শুষ্ক ও রোদঝলমলে আবহাওয়ার ইঙ্গিত মিলেছে।

গত কয়েকদিন ধরেই কলকাতার পারদ স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৪.১ ডিগ্রিতে, সেটিও স্বাভাবিকের তুলনায় সামান্য কম। ফলে ভোরবেলায় বাতাসে হালকা শিরশিরানি এখন থেকেই টের পাওয়া যাচ্ছে।

তবে আলিপুর জানিয়েছে, এখনও রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। অর্থাৎ, শীতের আনুষ্ঠানিক আগমন এখনই নয়। তবে আগামী সাতদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, এমনকি কোনও আবহাওয়া সতর্কতাও জারি হয়নি। ফলে আপাতত রাজ্যজুড়ে থাকবে শুকনো, মনোরম ও পরিষ্কার আকাশ।

উল্লেখ্য, চলতি বছর পুজোর আগে টানা ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গে। পুজো শেষে উত্তরবঙ্গে প্রবল বর্ষণে জলমগ্ন হয়েছিল একাধিক জেলা। সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার কিছুটা দেরিতে সরে গেল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, কর্নাটক, তেলঙ্গানা, গোয়া এবং মহারাষ্ট্রের অধিকাংশ এলাকা থেকেও বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে সোমবার। ফলে দেশজুড়েই এখন শুরু হচ্ছে পরম প্রতীক্ষিত শীতের আগমনী আভাস।

 

Read more!
Advertisement
Advertisement