Advertisement

West Bengal Weather Update: '১৩ জুন পর্যন্ত বৃষ্টির কোনও গল্প নেই,' সাফ জানাল হাওয়া অফিস, ৪০ ডিগ্রি ছাড়াবে ৩ জেলায়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি ফের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দফতর রবিবার জানিয়েছে, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা কম।

তাপপ্রবাহের সতর্কতা। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2024,
  • अपडेटेड 6:58 PM IST
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।
  • আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি ফের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি ফের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দফতর রবিবার জানিয়েছে, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা কম। কারণ, ৩১ মে থেকে  উত্তরবঙ্গে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। 

আবহাওয়া বিজ্ঞানী সোমনাথ দত্ত এদিন সাফ বলেন, 'দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে একটু দেরি হবে। ১৩ তারিখের আগে বৃষ্টির কোনও গল্প নেই। এখন পরিস্থিতিই নেই। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। জেলাগুলি হল- পশ্চিম বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা। বাকি জেলাগুলিতে গরম অব্যহত থাকবে। উত্তরে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কারণ সেখানে বর্ষা পরিস্থিতি তৈরি হয়েছে।'

সোমনাথবাবু আরও বলেন, '১৩ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। ১৪-১৫ জুন সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেকোনও জেলারই অর্ধেক এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ওয়ার্নিং রয়েছে। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। সঙ্গে কিছু জেলায় ঝড়ো হাওয়া বইবে।' 

কাল সোমবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় সবথেকে বেশি গরম থাকতে পারে। বাকি জেলাগুলিতেও অস্বস্থিকর ভ্যাপসা গরম থাকবে। অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় রকমের  স্বস্তি নেই দক্ষিণ বঙ্গবাসীর।  তবে গরমে হাঁসফাঁস করতে হবে না উত্তরবঙ্গবাসীকে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলাতেই জারি থাকবে ভারী  থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement