Advertisement

Weather Update: অবশেষে স্বস্তি, উত্তরবঙ্গের দুর্যোগ কাটছে, দক্ষিণবঙ্গেও হাওয়া বদলের পূর্বাভাস

চলতি মরসুমে টানা বৃষ্টি যেন থামছেই না। পুজোর আমেজও ম্লান করেছে ভিলেন বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে, কখনও বিক্ষিপ্তভাবে। বৃষ্টি এখন রাজ্যবাসীর কাছে আতঙ্কের অন্য নাম। বিশেষ করে উত্তরবঙ্গে গত দু’দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

দার্জিলিংয়ের মনোরম আবহাওয়া।-ফাইল ছবিদার্জিলিংয়ের মনোরম আবহাওয়া।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 5:10 PM IST
  • চলতি মরসুমে টানা বৃষ্টি যেন থামছেই না।
  • পুজোর আমেজও ম্লান করেছে ভিলেন বৃষ্টি।

চলতি মরসুমে টানা বৃষ্টি যেন থামছেই না। পুজোর আমেজও ম্লান করেছে ভিলেন বৃষ্টি। কখনও ঝমঝমিয়ে, কখনও বিক্ষিপ্তভাবে। বৃষ্টি এখন রাজ্যবাসীর কাছে আতঙ্কের অন্য নাম। বিশেষ করে উত্তরবঙ্গে গত দু’দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এপর্যন্ত ২৩ জনের মৃত্যুও হয়েছে। তবে সোমবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানাল স্বস্তির খবর। আগামী চার থেকে পাঁচদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে এখনই বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই। তবে ভারী বা অতিভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া কিছুটা উন্নতির দিকে যাবে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
সোমবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া।
বুধবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
বৃহস্পতিবার থেকে শনিবার: দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটাই কমবে।
রবিবার: বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, আবহাওয়া হবে মূলত মেঘলা থেকে আংশিক পরিষ্কার।

উত্তরবঙ্গের পরিস্থিতি
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার-বুধবার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 'বর্তমানে কোনও বড় নিম্নচাপ সক্রিয় নেই। তাই অন্তত চার থেকে পাঁচদিন রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।'

 

Read more!
Advertisement
Advertisement