Advertisement

Bengal Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গেবাড়বে তাপমাত্রা, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে

মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে।

সপ্তাহান্তের আগেই ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2023,
  • अपडेटेड 6:43 AM IST

মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। 

দুর্বল নিম্নচাপ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। ক্রমে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে পশ্চিমের কয়েকটি জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টির দাপট কমবে।  বৃহস্পতিবার থেকেই  আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে । ২৪ ঘন্টা পর থেকে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে।

আজ কোথায় কোথায় বৃষ্টি দক্ষিণবঙ্গের?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কমবে।

তাপমাত্রা বাড়বে
বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবার বাড়তে চলেছে। আগামী ৪  দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বড়বে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
আজ থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি চলবে।

আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাবে বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতায়। এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বিকেল পর্যন্ত হাল্কা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। তারপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এদিনও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement