ডুরান্ড কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এদিকে হাওয়া অফিস বলছে শনিবারের মত রবিবারেও রাজ্যে বৃষ্টি হতে পারে। এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। তবে কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া।
নতুন সপ্তাহে রাজ্যে ভারী বর্ষণ?
শনিবার রাজ্যের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্ট হয়েছে। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে অসহ্যকর গরম থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে। পুরো বৃষ্টিতে ভেসে না গেলেও এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা মুক্তি মিলবে। হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে মূলত দুটি সিস্টেম আছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপে তৈরি হতে পারে। তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। । ৪ বা ৫ সেপ্টেম্বর এই নিম্নচাপ সক্রিয় হলে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি ঘটাবে। তার প্রভাব পড়বে এ রাজ্যের উপকূলের একাধিক জেলায়। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে।
ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি
হাওয়া অফিস বলেছিস, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার এবং সোমবার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
রবিবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, তারপরের চারদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।