Advertisement

Heavy Rain Alert:দানা বেঁধেছে ঘূর্ণাবর্ত, কাল থেকেই আবহাওয়ার বড় বদল, ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়?

নয়া সপ্তাহ শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে এই নতুন সপ্তাহে ফের বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। পাশাপাশি নয়া সপ্তাহের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার সব জেলায় আবহাওয়া।

তেড়ে বৃষ্টি চলবে এই জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলবে এই জেলাগুলিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2023,
  • अपडेटेड 6:31 AM IST

নয়া সপ্তাহ শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে এই নতুন সপ্তাহে ফের বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। পাশাপাশি নয়া সপ্তাহের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার সব জেলায় আবহাওয়া।

সপ্তাহের মাঝামাঝি বাড়বে বৃষ্টি
রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাই ছিল বৃষ্টিহীন। আর বৃষ্টি কমতেই বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস বলছে, আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে সপ্তাহের মাঝামাঝির সময় থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবে উপকূলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী  ১২ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেদিন থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের একবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চলতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ  জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বুধবার ও বৃহস্পতিবারও হাল্কা বৃষ্টির সম্ভাবনা, আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন সপ্তাহে তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement