Weather Update: দুর্গাপুজোর পর থেকেই ঠান্ডা ঠান্ডা ভাব। জেলায় জেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তবে খাতায় কলমে এখনও শীত আসেনি। এটা কেবলই শীতের আমেজ। এরই মধ্যে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু'-এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এমতাবস্থায় অনেকেই জানতে চাইছেন, কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে। বৃষ্টির দাপটে কালীপুজো মাটি হবে না তো? আজ রইল আবহাওয়ার সেই পূর্বাভাস।
শুষ্ক আবহাওয়া
বুধবার বিকেলে প্রকাশিত আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আপাতত ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলায় তো বটেই, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদে বের হলে যে গরম ভাব, সেটি বজায় থাকবে।
তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ, দিনের বেলায় মোটমুটি গরম লাগলেও, রাতে ঠান্ডা ভাবটা বজায় থাকবে। বৃহস্পতিবারও রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
শনিবার, রবিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতায় ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
পশ্চিমের জেলায় ঠান্ডা ভাব বাড়বে
পশ্তিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে আরও কম থাকবে। অর্থাৎ, ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস
বুধবার উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় দু'-এক পশলা বৃষ্টিপাত হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাচ্ছে। ফলে কালীপুজোর আগে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এটি সুখবর।
কালীপুজোয় নিশ্চিন্ত থাকুন
কালীপুজোয় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ফলে বৃষ্টির কারণে কালীপুজোর আনন্দ মাটি হবে না।