Advertisement

Rain Alert in 8 districts: আবার বৃষ্টি, দক্ষিণবঙ্গে শনিবার থেকেই আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, কোন কোন জেলায়?

Weather Update: পৌষের শুরুতেই বাধা পেল শীত। বঙ্গেপসাগরে নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার। আজ থেকেই আকাশ মেঘে ঢেকেছে।আগামী দু'দিন টানা বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও ফারাক পড়বে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 4:28 PM IST

পৌষের শুরুতেই বাধা পেল শীত। বঙ্গেপসাগরে নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার। আজ থেকেই আকাশ মেঘে ঢেকেছে। আগামী দু'দিন টানা বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও ফারাক পড়বে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আগামী কয়েকদিন পারদ ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে শীত অনেকটাই কম অনুভূত হবে।

নিম্নচাপ নিয়ে আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার দাপটের অ্যালার্ট।

উত্তরবঙ্গের আবহাওয়া
শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস। বেলা বাড়লে হালকা কুয়াশা কাটবে। কালিম্পংয়েও আংশিক তুষারপাত হতে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement