
ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ নিম্নচাপে পরিণত হওয়াতে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই আবারও নিম্নচাপ তৈরি হতে পারে। যার কারণে আবারও বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের মধ্যভাগে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ আরও দুর্বল হয়েছে। তার প্রভাবে রবিবারও কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু’-তিন দিনে উত্তর থেকে দক্ষিণে কমতে পারে রাতের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, , ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ অঞ্চল রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে। আগামী ১২ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকে বৃষ্টি হবে না। আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গেও সব জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গাল্ফ অফ তাইল্যান্ডে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এখন উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। এর প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর আরও তাপমাত্রার পরিবর্তন হবে না। যদিও এখনই শীত পড়ার সম্ভাবনা নেই। পুরোপুরি শীত পড়তে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।