Advertisement

West Bengal Weather Update: ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, শনিবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতিতে ভ্যাপসা গরম থেকে রেহাইয়ের নাম নেই। দক্ষিণের জেলাগুলিতে প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। টানা কয়েকদিন বৃষ্টির পর ফের খটখটে আবহাওয়া দক্ষিণবঙ্গে। বৃষ্টির দেখা নেই। তবে ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2023,
  • अपडेटेड 6:24 PM IST
  • দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতিতে ভ্যাপসা গরম থেকে রেহাইয়ের নাম নেই
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে
  • টানা কয়েকদিন বৃষ্টির পর ফের খটখটে আবহাওয়া দক্ষিণবঙ্গে

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতিতে ভ্যাপসা গরম থেকে রেহাইয়ের নাম নেই। দক্ষিণের জেলাগুলিতে প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। টানা কয়েকদিন বৃষ্টির পর ফের খটখটে আবহাওয়া দক্ষিণবঙ্গে। বৃষ্টির দেখা নেই। তবে ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে। যেখানে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যে ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে এই বর্ষার মরশুমে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাটনা থেকে বালুরঘাটের ওপর দিয়ে মিজোরাম পর্যন্ত মৌসুমী অক্ষরেখা আছে। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে মৌসুমী অক্ষরেখা নীচের দিকে নামতে পারে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ৪৮ ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি, পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। রবিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তবে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement