Advertisement

Rain forecast in West Bengal: দুপুরে-সন্ধেয় ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, ঘূর্ণাবর্তের ধাক্কায় ৩ ডিগ্রি কমল তাপমাত্রা! 

ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিতে স্বস্তি মিলল। ভিজল কলকাতার কয়েকটি এলাকাও। তবে, পরিমান খুবই কম। আজ, শনিবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে গরম। কলকাতায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে, দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 6:49 AM IST
  • দিনকয়েক চরম অস্বস্তির পর স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
  • জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ও পরশু থেকে ঝড়-বৃষ্টি হতে পারে।

ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিতে স্বস্তি মিলল। ভিজল কলকাতার কয়েকটি এলাকাও। তবে, পরিমান খুবই কম। আজ, শনিবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে গরম। কলকাতায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে, দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে একাধিক জেলায়। এদিন থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে চলবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 

এদিন থেকেই বৃষ্টি নামার কথা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম– এই চার জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে খুব হাল্কা বৃষ্টি হতে পারে। কাল বৃষ্টি হবে মূর্শিদাবাদ ও হাওড়ায়। তার পরদিন থেকে প্রায় সব জেলাতেই হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা ভাল পাল্টেছে। দিনভর মৃদু হাওয়া বইছে। অনেকেই আশা করছেন, যেকোনও সময়  বৃষ্টি নামতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এরই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে । এবার বাড়ল পরিমান। ভারী বৃষ্টির সাক্ষী উত্তরবঙ্গ । ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। এই বর্ষণ কবে সমতলে নামবে, তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement