Advertisement

Weather Update: আবার নিম্নচাপ! টানা তিনদিন বৃষ্টি হবে, কবে কোন জেলায় জেনে নিন

আলিপুর আবহাওয়া দফতর তাদের বুলেটিনে জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। যা পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে বুধবার দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবার নিম্নচাপ! টানা তিনদিন বৃষ্টি হবে, কবে কোন জেলায় জেনে নিনআবার নিম্নচাপ! টানা তিনদিন বৃষ্টি হবে, কবে কোন জেলায় জেনে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 6:35 AM IST
  • বুধ ও বৃহস্পতিবার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই
  • শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বাংলায় আবারও বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে সেটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল। তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর তাদের বুলেটিনে জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। যা পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে বুধবার দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে তা তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে এগোতে থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিও বৃদ্ধি করবে। এর প্রভাবেই বাংলায় বৃষ্টি হবে। বুধ ও বৃহস্পতিবার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement